Bakter Munshi Moazzem Hossain High School
background image
ঐতিহ্যবাহী ফেনী জেলার সোনাগাজী উপজেলার অন্যতম সুপ্রাচীন ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বক্তারমুন্সী মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয়। প্রবাহ সংঘ কর্তৃক ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি উপজেলার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করেছে। দীর্ঘ পথ পরিক্রমায় এই বিদ্যালয়টি বর্তমানে আধুনিক, তথ্য-প্রযুক্তি নির্ভর, গুণগত মানসম্পন্ন ও দায়িত্বশীল শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এবং অত্র জেলায় শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অপূর্ব ও নান্দনিক পরিবেশে দক্ষ ও দায়িত্বশীল শিক্ষক মন্ডলীর তত্ত্বাবধানে সম্পূর্ণ ডিজিটালাইজ্ড কারিকুলাম সমৃদ্ধ, মানসম্পন্ন, ধর্মীয় ও নৈতিক শিক্ষার সমন্বয়ে গড়ে ওঠা একটি পূর্ণাঙ্গ, দায়িত্বশীল ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানই বক্তারমুন্সী মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয়। 





Why Choose Us?
* দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষকমন্ডলী
* অত্যাধুনিক ও নান্দনিক অবকাঠামাে
* ডিজিটাল কন্টেন্টসমৃদ্ধ কারিকুলাম
* এল.ই.ডি. টিভিসমৃদ্ধ শ্রেণিকক্ষ
* শিক্ষার্থীদের  প্রয়োজনীয় তথ্য সংগ্রহের জন্য রয়েছে মােবাইল অ্যাপস ও এসএমএস এর ব্যবস্থা
* নিজস্ব ডিজিটাল প্লাটফর্মের সাহায্যে লাইভ ক্লাস করার সুব্যবস্থা
* সমৃদ্ধ লাইব্রেরী, কম্পিউটার ল্যাব ও ইন্টারনেট সুবিধা
* আন্তর্জাতিক মান সম্পন্ন বয়স ভিত্তিক ইংরেজি, কম্পিউটার ও গণিতের বিশেষ ব্যবহারিক ক্লাস
* শিক্ষার্থীদের  জন্য ধর্মীয় ও আরবি  শিক্ষার ব্যবস্থা
* নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা (সৌর বিদ্যুৎ)
* যাতায়াতের জন্য নিজস্ব পরিবহনের সুব্যবস্থা

সম্মানিত পরিচালনা পর্ষদ

photo

জনাব খন্দকার নূরুল ইসলাম আজাদ

সভাপতি
photo

জনাব খায়ের উদ্দিন আলমগীর

সেক্রেটারি
photo

জনাব জিয়া গিয়াস উদ্দিন মোহন

উদ্যোক্তা সদস্য
photo

জনাব মাওলানা একরামুল হক

উদ্যোক্তা সদস্য
photo

জনাব এডভোকেট আনোয়ারুল ইসলাম ফারুক

উদ্যোক্তা সদস্য
photo

রফিক উদ্দিন দুলাল

অভিভাবক সদস্য
photo

জনাব গিয়াস উদ্দিন

অভিভাবক সদস্য
photo

মোহসেনা আক্তার

শিক্ষক প্রতিনিধি
photo

জনাব মোঃ মোস্তফা কামাল

শিক্ষক প্রতিনিধি
photo

জনাব মেজর জুনায়েদ আহমেদ (অবঃ)

ট্রাষ্ট প্রতিনিধি